অপেক্ষা ২০২৪ পর্যন্ত! - ভিনগ্রহে প্রাণী আছে কি-না, এ প্রশ্ন দীর্ঘদিনের

. . কোন মন্তব্য নেই:
ভিনগ্রহে প্রাণী আছে কি-না, এ প্রশ্ন দীর্ঘদিনের। ভিনগ্রহের প্রাণী এলিয়েন নিয়ে গল্প-সিনেমা তৈরি হয়েছে অনেক; ব্যয়বহুল গবেষণাও চলছে। মহাকাশ নিয়ে গবেষণা চালানোর জন্য ১৩০ কোটি পাউন্ড ব্যয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় স্থাপন করা হচ্ছে স্কয়ার কিলোমিটার অ্যারে (এসকেএ) রেডিও টেলিস্কোপ। এর মাধ্যমে গবেষণা চালিয়ে ২০২৪ সালের মধ্যে এলিয়েনের সন্ধান পাওয়া যেতে পারে বলে দাবি করেছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রধান নিক পোপ।

২১ বছর ধরে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) নিয়ে গবেষণা চালাচ্ছেন পোপ। তিনি আরও বলেন, ‘বিশ্বের বৃহত্তম এ টেলিস্কোপ মহাশূন্য সম্পর্কে আমাদের নানা প্রশ্নের জবাব পেতে সহায়ক হবে।’ এ টেলিস্কোপের মোট আয়তন হবে এক বর্গকিলোমিটার। উচ্চ ফ্রিকোয়েন্সির কারণে এটি হবে অন্যান্য রেডিও যন্ত্রের চেয়ে ৫০ গুণ বেশি সুবেদি। ডেইলি এক্সপ্রেস অনলাইন।

http://www.justnewsbd.com/details_archive.php?jnewsbd=MjY5NDA=

কোন মন্তব্য নেই:

ফেসবুকে আমরা

জনপ্রিয় পোষ্ট সমূহ

পূরানো পোষ্টসমূহ

Blogger দ্বারা পরিচালিত.